কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে দুগার্পূজার ২য় দিন মহাসপ্তমীতে পূজা মন্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। রবিবার সন্ধ্যায় তিনি কেরানীগঞ্জ মডেল থানা এলাকার মালোপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। এসময় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পূজার উপহার হিসেবে শাড়ি কাপড়,ধুতি লুঙ্গি প্রদান করেন।
ঢাকা জেলা পুলিশ সুপার বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়ীক সম্প্রীতির দেশ। এখানে যে কোনো উৎসব হিন্দু মুসলমান সবাই সমান আনন্দের ভাগিদার হয়। বাঙালী সনাতন ধমার্বলম্বীদের বড় উৎসব দুগার্পূজা। আর সে আনন্দে যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে আমরা সতর্ক অবস্থানে আছি। নিরাপত্তা নির্বিঘ্ন করতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ও প্রতিটি মন্দিরের গেটে আনসার সদস্যরা সার্বক্ষনিক পাহারায় রয়েছে।
এতে অন্যান্যের মধ্যে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্বেরা হাবিব খান, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর, দক্ষিণ কেরানীগঞ্জ ওসি শাহজামান, কেরানীগঞ্জ মডেল থানা ওসি মামুনুর রশিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আগানগর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি,কেরানীগঞ্জ দক্ষিণ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply