তরলীকৃত ১২কেজি এলপিজি গ্যাসের সিলিন্ডারে ৩৫ টাকা দাম কমেছে । ১২ কেজির সিলিন্ডারের এলপিজির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা লাগবে। আগে এই দাম ছিল ১ হাজার ২৩৫ টাকা।
আজ রোববার এলপিজির নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম জুমে নতুন এই দামের ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল। তিনি জানান, সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।
এদিকে কার্যকর হওয়া দামের অতিরিক্ত মূল্যে কেউ গ্যাস সিলিন্ডার বিক্রয় করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলা জানানো হয়েছে।
Leave a Reply