কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে শনিবার বিকেলে কোন্ডা ইউনিয়নের জাজিরা উচ্চ বিদ্যালয় মাঠে নসরুল হামিদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করা হয়েছে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। থানার পাঁচটি ইউনিয়ন থেকে মোট পাঁচটি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় কোন্ডা ইউনিয়ন একাদশ ১-০ গোলের ব্যবধানে শুভাঢ্যা ইউনিয়ন একাদশকে পরাজিত করে।
রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে থানার পাঁচটি ইউনিয়ন থেকে পাঁচটি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় কোন্ডা ইউনিয়ন একাদশ ১—০ গোলের ব্যবধানে শুভাঢ্যা ইউনিয়ন একাদশকে পরাজিত করে। আগামি ১৪ই অক্টোবর ফাইনাল একই মাঠে অনুষ্ঠিত হবে ।
এ সময় প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে বলেন, কেরানীগঞ্জে সবচাইতে বেশি অগ্রাধিকার পাবে খেলোয়াড়রা, আর এখান থেকেই তৈরি হবে জাতীয় দলের সব ধরনের খেলোয়াড়।
হামিদ ক্রীড়া ফাউন্ডেশনের পরিচালক ও ক্রিড়া সংগঠক জাকির আহমেদের সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে শুভাঢ্যা ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন, জিনজিরা ইউনিয়ন চেয়ারম্যান সাকুর হোসেন সাকু,কোন্ডা ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুকসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply