1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন

বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে বাণিজ্যিক চুক্তি সই

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ স্বাক্ষরে সম্মত হয়েছে দুই দেশ। নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী এই চুক্তি করতে সম্মত হন।

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর বাসস্থানের কক্ষে দ্বিপক্ষীয় বৈঠক রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার সাথে এফটিএর চুক্তির ব্যাপারে আগ্রহ প্রকাশ করলে সে দেশের প্রধানমন্ত্রী টেকো হুন সেন বিষয়টিতে সম্মত হন।

এ সময় কম্বোডিয়ার প্রধানমন্ত্রী তার দেশ থেকে বাংলাদেশে চাল রপ্তানীর ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করেন। তিনি কম্বোডিয়ায় কৃষি এবং স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন খাতে বিনিয়োগ করার জন্যও বাংলাদেশকে আমন্ত্রণ জানান।

পরে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সার্বিক সহায়তার আশ্বাস দেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews