1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

কেরানীগঞ্জে শিশু কল্যাণ ট্রাস্টের স্কুল পরিদর্শন ও খাদ্য বিতরণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থা পরিদর্শন ও শিশু খাদ্য বিতরন করেছেন ঢাকা জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম।

মঙ্গলবার (২০শে সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরার চড়াইল এলাকায় সরকারি শিশু কল্যাণ ট্রাস্টের জেলা প্রশাসন শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় (১২০) পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন,আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই আমরা কোনো শিশুকেই ঝরে পড়তে দিব না। এই ট্রাস্টের স্কুলে যারা লেখাপড়া করে, তারা সবাই গরিব মা বাবার সন্তান। দরিদ্রতার কারণে কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় এ ব্যাপারে আমরা অঙ্গীকারাবদ্ধ।

পরে জেলা প্রশাসক স্কুলের সমস্ত কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের খোঁজখবর নেন। এছাড়াও ২২০ জন শিক্ষার্থীর মাঝে শিশু খাদ্য বিতরণ করেন। এতে অন্যান্যের মধ্যে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাওল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম,জেলা প্রশাসক শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শরিফা স্বপ্নাসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য:সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দৃষ্টিকোণ থেকে ২০১১ সালে আলোর দিশারী বিদ্যালয় নামে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০১৬ সালে সরকারি শিশু কল্যাণ ট্রাস্টের আওতাভুক্ত হই। বর্তমানে এই বিদ্যালয় জেলা প্রশাসন শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত। সারাদেশে ২০৫টি শিশু কল্যাণ ট্রাস্টের স্কুল রয়েছে।

টিটু আহমেদ/ বুড়িগঙ্গা টিভি

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews