সালমান খানের বার্তা নিয়ে ঢাকায় এলেন তার ভাই বলিউড তারকা সোহেল খান।
আজ বৃহস্পতিবার দুপুর ২টা নাগাদ এই তারকা ঢাকায় নেমে সরাসরি চলে যান বনানীতে। সেখানে ভাই সালমান খানের চ্যারিটেবল ট্রাস্টের ফ্যাশন ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’-্এর আউটলেট উদ্বোধন করেন সোহেল খান।
এর আগেই ‘বিইং হিউম্যান বাংলাদেশ’-্এর ফেসবুক পেজ থেকে এক ভিডিওবার্তায় বলিউড সুপারস্টার সালমান খান বলেন, ‘হাই বাংলাদেশ। তোমাদের জন্য একটি সারপ্রাইজ আছে। আর সেটি হচ্ছে ‘‘বিইং হিউম্যান ক্লথিং’’ ঢাকার বনানীতে চালু হতে যাচ্ছে।’
সালমানের সে ব্যবসার অংশ হিসেবে আজ দুপুরে বনানীর আউটলেটে হাজির হন সোহেল খান। তাকে নেচে-গেয়ে বরণ করে নেন একদল নৃত্যশিল্পী। এ সময় সোহেল খান নিজেও একটু নেচে তাদের সঙ্গ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সোহেল খানের সঙ্গে হাজির ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সঞ্জিব রাও এবং সালমান খানের ভাগ্নে আয়ান অগ্নিহোত্রি।
এ সময় সোহেল খান বলেন, ‘এখানে এসে আপনাদের দেখে অসাধারণ লাগছে। কারণ, প্রতিটি মানুষ হাসিখুশি। মনে হচ্ছে সবাই সুখী। আরও মনে হলো, সবাই সালমান খানের এই উদ্যোগের অংশীদার। অথচ আমি এখানে নামার আগে খুব নার্ভাস ছিলাম। মনে মনে ভাবছিলাম, সালমানের বদলে আপনারা আমাকে গ্রহণ করবেন তো!’
ভাই সালমান খানের ব্যস্ততার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ওর (সালমান) এখন অনেক ব্যস্ততা। একসঙ্গে অনেক কাজ হাতে। এজন্যই আমি এসেছি।’
উল্লেখ্য, ২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভারতের মুম্বাইতে শুরু হয় ‘বিইং হিউম্যান’-এর পথচলা। পোশাকের এই ব্র্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যখাতে। বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী হিসেবে আছেন আর রেহমান ও মোহাইমিন মোস্তফা।
generic 5 mg cialis I ve been hearing a lot about this but I am a little fearful of pro hormones