1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

কেরানীগঞ্জে ছায়ানটের নালন্দা উচ্চ বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে ছায়ানটের সংস্কৃতি সমন্বিত সাধারণ শিক্ষা কার্যক্রম নালন্দা উচ্চ বিদ্যালয়ের অপালা—ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১১ই সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তারানগর ইউনিয়নের বড় মনোহরিয়া এলাকায় অপলা ট্রাস্ট কর্তর্ৃক দানকৃত এক বিঘা জমির ওপর নির্মিত বিদ্যালয়টি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি (এম,পি)। নালন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমনা বিশ্বাসের উদ্বোধনী বক্তব্যে এবং ছায়ানটের নির্বাহী সভাপতি সারোয়ার আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ বক্তব্য প্রদান করেন।


শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীরা শিক্ষাকে ধারণ করে তা প্রয়োগও করবে। শিক্ষাক্রমের মাধ্যমে তারা দেশকে ভালোবাসবে। শিক্ষার্থীরা ইতিহাস ঐতিহ্য থেকে শিখবে। আমরা গণতন্ত্র বলে এতো চিৎকার করি অথচ পরিবারের মধ্যেই গণতন্ত্র থাকে না। পারিবারিক পরিসরে গণতান্ত্রিক চর্চা থাকতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বিশেষ অতিথির বক্তব্যে বলেন, অসাম্প্রদায়িক চেতনায় আমাদের শিশুরা গড়ে উঠবে। দেশের সংস্কৃতি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে বলেও প্রত্যাশা করেন। দেশ এগিয়ে যাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে সাংস্কৃতিক বিকাশ ঘটাতে হবে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ বক্তব্য প্রদান করেন।

এ সময় বক্তারা গতানুগতিক শিক্ষার গণ্ডি থেকে বাইরে এসে সংস্কৃতিমনা শিক্ষা ব্যবস্থা চালু করায় নালন্দা বিদ্যালয়ের ভূয়সি প্রশংসা করেন।পরে আগত অতিথিরা বাচ্চাদের চিত্রাঙ্কন প্রদর্শনী সহ শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এতে অন্যানের মধ্যে, ছায়ানটের সহ—সভাপতি খায়রুল আনাম শাকিল, সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews