কেরানীগঞ্জ (ঢাকা) : রাজধানীর কেরানীগঞ্জের মিরেরবাগ এলাকায় গত বৃহস্পতিবার নকল পণ্য তৈরির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান পরিচালিত হয়। সে সংবাদ সংগ্রহ শেষে আরটিভিতে প্রকাশিত হওয়ার পর প্রতিবেদক শেখ ফরিদ পর তার ফেসবুকে সংবাদটি শেয়ার করেন। সংবাদটি শেয়ার দিলে আশিকুর রহমান আশু নামে এক ব্যক্তি উক্ত প্রতিবেদকের ফেসবুক আইডিতে ও ম্যাসেঞ্জারে উস্কানিমূলক বক্তব্য লিখে পাঠান ও মুঠোফোনে কল করে হুমকি প্রদান করেন।
শনিবার দুপুরে রিপোর্টার শেখ ফরিদ সশরীরে হাজির হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় সাধারণ ডাইরি করেন। ডায়রি নাম্বার-৬৩৪ তারিখ: ১০/০৯/২২ইং।
তিনি ডাইরিতে উল্লেখ করেন,গত বৃহস্পতিবার ( ৮ই সেপ্টেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মীরেরবাগ এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুটি নকল পন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা ও প্রতিষ্ঠানগুলোকে সাময়িকভাবে বন্ধ করে দেয়। সেই নিউজ সংগ্রহ করে আর টিভিতে প্রচার করার কারণে অপরিচিত বেশ কয়েকটি মুঠোফোন নাম্বার থেকে সাংবাদিককে গালিগালাজ ও হুমকি প্রদান করা করে। এদের মধ্যে ফেসবুক ম্যাসেঞ্জারে অকথ্যভাষায় কমেন্টস করা আগানগর এলাকার বাসিন্দা আশিকুর রহমান আসু নামের এক ফেসবুক আইডি ব্যবহারকারী যুবকের নাম উল্লেখ করে ডাইরিটি দায়ের করা হয়।
অভিযোগ প্রসঙ্গে সাংবাদিক শেখ ফরিদ বলেন, হুমকির পর থেকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি তাই দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিতে আইনের আশ্রয় নিয়েছি। আমি বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল,পুলিশ এ বিষয়ে দ্রুততার সাথে ব্যবস্থা নিবে এমনটাই আশা পোষণ করছি।
এ প্রসঙ্গে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুততার সাথে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply