কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক শুভাড্যা খালের উপর নির্মিত (চুনকুটিয়া—কদমতলী) অংশের বেগুনবাড়ি ব্রিজের নিচে আন্ডার—পাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
মঙ্গলবার(৬ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নবনির্মিত ব্রিজের ঢালে দুই শতাধিক শিশু,নারী ও পুরুষ মানববন্ধনে অংশ নেয়। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে এ সময় এলাকাবাসী অচিরেই বেগুনবাড়ি এলাকার জনসাধারণের চলাচলের জন্য আন্ডারপাস অথবা বিকল্প রাস্তা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।
ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে স্থানীয় যুবক মোঃ আনাস জানান,শুভাঢ্যা খালের ওপর বেগুনবাড়ি ব্রিজ নির্মিত হওয়ায় বেগুনবাড়ি এলাকার জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এখানে একটিমাত্র মসজিদ, মাদ্রাসা ,হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এলাকার মুরুব্বী হাজী নুর মোহামদ জানান, এছাড়া বেগুনবাড়ি এলাকার পশ্চিম পাশের লোকজন নামাজ কিংবা জানাজার জন্য মসজিদে লাশ নিয়ে আসতে প্রায় আধা কিলোমিটার ঘুরে মসজিদে আসতে হয়। তাই এই অসুবিধাগুলো দূর করতে অচিরেই এখানে একটি আন্ডার পাস দরকার।
Leave a Reply