বিনোদন প্রতিবেদকঃ মানুষের প্রাণে সুস্থ আনন্দ দিতে পারার যে কয়েকটি মাধ্যম রয়েছে- তার মধ্যে সংগীত অন্যতম। সংগীত বিনোদনে যারা নতুন – তাদের ক্ষেত্রে ভালো কাজের প্রতিযোগিতাও অনেক ব্যাপক।
একটি সূত্র জানায়, সম্প্রতি শিল্পী মহুয়া মনা ও নাসির উদ্দিন সনি‘র দুটি গান “দিল দিয়ানা” এবং “রঙের ঘুড়ি”র অডিও ভিডিও’র কাজ সম্পন্ন হলো।
OVS Music এর ব্যানারে দিল দিওয়ানা এবং RI Music এর ব্যানারে রঙের ঘুড়ির গান দুটির গীতিকার রবিউল ইসলাম রবি, সুরকার পলক হাসান সুমন। দুটি গানেরই সংগীত পরিচালনা করেছেন উদীয়মান সংগীত পরিচালক শামীম আশিক।
ইতোমধ্যে গানের সব ধরনের কাজ প্রায় শেষ করেছেন। তরুণ এই দুই শিল্পী শ্রোতাদের কাছে দোয়া চেয়েছেন তাদের গান দুটির জন্য। আগামি সপ্তাহে এই গান দু’টি ইউটিউবে রিলিজ হতে পারে।
শিল্পি নাসির উদ্দিন সনি জানান, সুস্থ বিনোদন মানুষের আত্মার তৃপ্তি দেয়। যে কারণ আমি আমার গান দু’টি শোনার জন্য শ্রেতাদের আহ্বান জানাই । শ্রোতাদের অনুপ্রেরণাই আমি নতুন গান করার উৎসাহ পাবো। শ্রোতার প্রসংশাই শিল্পীর প্রেরণা।
Leave a Reply