কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচির শেষ দিনে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া মোনাজাত ও দুস্থ অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৩১শে আগস্ট) দুপুরে শুভাঢ্যা ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক দপ্তর সম্পাদক ফারুক আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন।
অনুষ্ঠানে ১৫ই আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতের পর প্রায় ৩ শতাধিক অসহায় দুস্থ গরিব মানুষের মাঝে ১০ কেজি করে চাল ত্রাণ হিসেবে বিতরণ করা হয়।
এতে অন্যানের মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন স্বেচ্ছাসেবক লীগ নেতা উৎপল মজুমদার বাবু, ফয়সাল মুন্না, ডালিম, জসিম সহ অন্যান্য উপস্থিত ছিলেন।
Leave a Reply