1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

বাংলাদেশ হারালো ৪ উইকেট মাত্র ২৮ রানে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

প্রথম ওভারে বোলিং করতে এসেই রশিদ ফেরালেন মুশফিকুর রহিমকে। আফগান স্পিনে চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। আরেকটি এলবিডব্লুর আবেদন, আরেকটি আফগানিস্তান রিভিউ। সফলও হলো সেটি। ডিফেন্ড করতে যাওয়া মুশফিকের ব্যাটের ইনসাইড এজ ফাঁকি দিয়ে রশিদের গুগলি লাগে প্যাডে, আম্পায়ার আবেদনে সাড়া না দিলেও বল ট্র্যাকিং পক্ষে গেছে আফগানদের। সপ্তম ওভারেই মাত্র ২৮ রানে চতুর্থ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

সেই মুজিবে ফিরলেন সাকিবও

মুজিবকে জায়গা বানিয়ে খেলতে গিয়ে বিপদ ডেকে আনলেন সাকিব। লাইন মিস করে গেছেন বাংলাদেশ অধিনায়কও, হারিয়েছেন স্টাম্প। তৃতীয় ওভার করতে এসে তৃতীয় উইকেট পতন মুজিবের।

মুজিবের দ্বিতীয় শিকার বিজয়

মুজিবের দ্বিতীয় ওভারে বিজয়কে হারিয়ে বাজে শুরু বাংলাদেশের। নীচু হয়ে আড়াআড়ি খেলতে গিয়ে মিস করে গিয়েছিলেন বিজয়, আম্পায়ার আসিফ ইয়াকুব অবশ্য আউট দেননি। মুজিবে উৎসাহে রিভিউ নেয় নবী এবং সফলও। আর এতে করে মুজিবের ২ ওভারে ফিরলেন দুই ওপেনার, এনামুল ফিরলেন ১৪ বলে মাত্র ৫ রান করে। ৫ ওভারে ২ উইকেট হারিয়ে রান সংগ্রহ বাংলাদেশের।

দ্বিতীয় ওভারে ফিরলেন নাঈম
মুজিবের প্রথম ওভারের শেষ বলে বোল্ড হয়ে ফিরলেন নাঈম। এতে করে দ্বিতীয় ওভারে বাংলাদেশ হারালো প্রথম উইকেট। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১০ রান।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
শারজাতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়েছেন সাকিব আল হাসান। স্কোর বোর্ডের চাপে আফগানিস্তানকে রাখতে চান বলে এমন সিদ্ধান্ত তার। এবারের আসরের এটি বাংলাদেশর প্রথম ম্যাচ ।
নিজের সিদ্ধান্তের পক্ষে সাকিব বলেন, “উইকেট শুরুতে ব্যাটিংয়ের জন্য একটু ভালো থাকবে বলে মনে হচ্ছে। আমরা চাই ভালো একটি স্কোর গড়ে আফগানদের চ্যালেঞ্জ জানাতে।”

বাংলাদেশ একাদশ:

নাইম ইসলাম, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান
আফগানিস্তান একাদশ:

হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল-হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি

সাকিবের শতক

অন্যদিকে এটি সাকিবের একশতম ম্যাচ। ২০১৭ সালের এই দিনে সাকিব আল হাসানের ৫০তম টেস্ট শেষ হয়েছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় এক জয়ে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা হয়েছিলেন এই অলরাউন্ডার। ৫ বছর পর ঠিক এই দিনে সাকিব খেলতে নামছেন তার শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি।

বাংলাদেশের হয়ে এই মাইলফলকে পা রাখতে পেরেছেন কেবল আর দুজন। এই ম্যাচের আগে মাহমুদউল্রাহ খেলেছেন ১১৯ ম্যাচ, মুশফিকুর রহিম ১০০টি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews