সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ইসলামাবাদের বাসভবনে তল্লাশি চালাতে চায় ইসলামাবাদ পুলিশ। সেজন্য পরোয়ানা জারি করতে হাইকমান্ডের কাছে আবেদন জানিয়েছে তারা।
শনিবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানায়, ইমরান-ঘনিষ্ঠ পিটিআই নেতা শাহবাজ গিলের বিরুদ্ধে মামলার জেরে এ তল্লাশি অভিযান চালাতে চায় পুলিশ।
এদিকে, ২২ আগস্ট পার্লামেন্টের আবাসনে গিলের জন্য বরাদ্দ করা অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হওয়া স্যাটেলাইট ফোন ও আগ্নেয়াস্ত্র ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, এ অপরাধ সংঘটনে ইমরান খানের বাসভবন ও সেখানে থাকা ল্যান্ডফোন সংযোগ ব্যবহার করা হয়েছিল। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তবে গিল বলেছেন, তার অনুপস্থিতিতে কক্ষে অন্য কেউ প্রবেশ করেছে।
পুলিশ কর্মকর্তারা বলেন, পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করতে অনুমোদন চেয়ে মামলার সর্বশেষ অগ্রগতির একটি প্রতিবেদন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়ার পর বাসভবনে তল্লাশি এবং সন্দেহভাজন ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হবে।
Leave a Reply