পর্দা উঠল এশিয়া কাপের ১৫তম আসর। উদ্বোধনী ম্যাচেই আফগানিস্তানের মুখোমুখি শ্রীলঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করে শ্রীলঙ্কা।
আরব আমিরাত কন্ডিশন ভীষন চেনা আফগানদের। নিজ দেশে অস্থিরতার কারণে দুবাই, শারজাতেই বেশি ম্যাচ খেলা হয় নবী-গুরবাজদের। আগ্রাসী ব্যাটিংয়ে, ছক্কা মারায় পারদর্শী নাজিবুল্লাহ, জাজাইরা। রশিদ-মুজিব-নবীকে নিয়ে গড়া স্পিন বিভাগ বিশ্বসেরা।
অন্যদিকে ভারসাম্যপূর্ণ দল শ্রীলঙ্কার। তারুণ্য তাদের বড় শক্তি। দাসুন শানাকার নেতৃত্বে আছে হাসারাঙ্গার মতো বিশ্বমানের অলরাউন্ডার। থিকসানা, ধনঞ্জয়াকে নিয়ে স্পিন বিভাগ শক্তিশালী। এখন পর্যন্ত ১৪ আসরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন যে তারাই।
শ্রীলঙ্কা একাদশ
দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকসানা, মাথিসা পাথিরানা, দিলশান মধুশঙ্কা।
আফগানিস্তান একাদশ
হজরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, করিম জানাত, আজমতুল্লাহ ওমরজাই, নাভিন-উল-হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।
Leave a Reply