সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় রোপা আউশ মৌসুমে নতুন জাতের ব্রিধান-৯৮ ফসল কর্তন করা হয়েছে।
বৃহষ্পতিবার বিকালে উপজেলার ইটালী ইউনিয়নের রাতাল গ্রামের কৃষক মোঃ আরিফের জমিতে নতুন অবমুক্ত ব্রিধান-৯৮ ফসল কর্তন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: সেলিম রেজা, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, এসএএও, সহ স্থানীয় কৃষক। কৃষি অফিসার কৃষিবীদ মোঃ সেলিম রেজা বলেন, নতুন জাতের ব্রিধান-৯৮ অন্য জাতের চেয়ে ফলন বেশি। এর চাল লম্বা, চিকন, রঙ সোনালী ভাত ঝরঝরে। আমরা এজাতের ধান রোপনে কৃষকদের উদ্বুদ্ধ করছি। আমরা আশা করছি আগামীতে এ ধানের চাষ বাড়বে।
Leave a Reply