কেরানীগঞ্জ (ঢাকা); ঢাকার কেরানীগঞ্জে বাড়ি তৈরি করার জন্য নিমার্ণ সামগ্রী না নেয়ায় ‘স্বপননগর পঞ্চায়েত কমিটি’র সাধারণ সম্পাদক হাজী মহসিন শিকদারকে মারধর ও পঞ্চায়েত কমিটির অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহসিন শিকদার থানায় লিখিত অভিযোগ করলে পুুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিম পাড়া স্বপননগর পঞ্চায়েত কমিটির অফিসে বসে থাকা অবস্থায় তার উপর হামলা হয়। হামলার ঘটনায় বাঁধা দিতে গেলে সমিতির সভাপতি আবুল হোসেন ও যুগ্ন—সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লাকে শারিরিকভাবে লাঞ্চিত করে।
স্থানীয়রা জানান, শুভাঢ্যা ১নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসাদ মিয়া ও যুবদল নেতা জাকির হোসেনের নেতৃত্বে স্বপননগর এলাকায় চলে ইট বালুর ব্যবসা। ওই এলাকায় নতুন বাড়ি ঘর নিমার্ণ করতে গেলে তাদের কাছ থেকে উচ্চ মূল্যে নির্মাণ সামগ্রী নিতে না চাইলে জমির মালিকদের উপর চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন। এর আগেও আসাদ, জাকির ও কবিরের বিরুদ্ধে স্থানীয় একাধিক বাড়িওয়ালাদের মারধরের অভিযোগ আছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহজামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply