কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ স্থাপিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আমিনুল হক ওরফে আঃ হক মিলন (৬৪) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
রবিবার (২১শে আগষ্ট) বিকেল চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত মিলন ভোলার লালমোহন থানার আসুলি গ্রামের নুরুল হক মুন্সির ছেলে। তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালের (দঃবি ৩০২/২০১/৩৪) ধারায় একটি মামলায় আসামি ছিলেন। উক্ত মামলার (০৯/০৪/২০১৮) রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষচন্দ্র জানান, মৃত মিলনকে Dm(uncntrol) and Acute respiratory distress রোগের উন্নত চিকিৎসার জন্য গত শুক্রবার( ১৯শে আগস্ট) ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জনের পরামর্শক্রমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তার মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে সমস্ত আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
টিটু আহমেদ/বুড়িগঙ্গা টিভি
Leave a Reply