1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

এসির বিষাক্ত গ্যাসে স্বামী স্ত্রীর মৃত্যু ২ শিশুসহ হাসপাতালে ৩

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২

ঝালকাঠির রাজাপুরে এসির বিষাক্ত গ্যাসে ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এসময় দুই শিশুসহ অসুস্থ হয় পড়েন ৩ জন।আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাতে সাতুরিয়া ইউনিয়নের চান্দের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে সাতুরিয়ার আমতলা বাজারের ব্যবসায়ী ফোরকান হাওলাদার এসি ছেড়ে ঘুমিয়ে পড়েন। সে ঘরে তার সঙ্গে ছিলেন স্ত্রী মাহিনুর বেগম, ছেলে মাইনুল ইসলাম, ছোট ভাইয়ের স্ত্রী মাহফুজা বেগম ও ভাইয়ের মেয়ে মারামনি।

শনিবার সকালে তাদের সাড়া না পেয়ে বড় ভাই সেলিম তালা ভেঙে ঘরের ভেতর তাদের অচেতন অবস্থায় পান। পরে হাসপাতালে নেয়া হলে ফোরকান ও তার স্ত্রী মাহিনুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অসুস্থ তিন জন হাসপাতালে চিকিৎসাধীন।

এসির বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। জেলা প্রশাসক জানান, এ ঘটনায় তদন্ত চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews