ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরের স্থাপিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের তোহা পাটোয়ারী(৩৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। সে চাঁদপুর সদর থানাধীন গুলিশা গ্রামের দীন মোহাম্মদ পাটোয়ারীর ছেলে। তোহা পাটোয়ারী রাজধানীর কাফরুল থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনের একটি বিচারাধীন মামলায় চলতি বছরের ২১শে জুন থেকে কারাগারে হাজতি হিসেবে ছিলেন।
সোমবার (১৫ই আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষচন্দ্র জানান,তোহা পাটোয়ারী(হাজতি নং ২৮২২০/২২) বুকে ব্যথা (চেস্ট পেইন উইথ বিআর আসথমা) অনুভব করলে কারাগারের ভেতরে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এতে অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুততম সময়ের মধ্যে এম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে তিনি হার্ট— স্ট্রোকে মারা গিয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। মৃতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। একজন বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের পর সমস্ত আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply