রাজধানীর চকবজারের কামালবাগের পলিথিন কারখানায় আগুন আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। রাজধানীর চকবাজারের প্লাস্টিক কারখানার আগুনের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
প্রথমে ছয়টি এবং পরে আরো চারটি ইউনিট সেখানে আগুন নেভাতে যায়। ২টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের অপারেশন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।
স্থানীয়রা জানিয়েছে, বেলা ১২টার দিকে দেবিদ্বারঘাট পলিথিন কারখানাটিতে আগুনের ঘটনা ঘটে। পরে, ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পলিথিন ও প্লাস্টিক জাতীয় পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে, ফায়ার সার্ভিস। তবে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি কারণ এখনো জানা যায়নি।ফটকগুলো দিয়ে প্রতিটি মানুষকে তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে দেয়া হচ্ছে।
এর আগে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Leave a Reply