আগামী দুইমাসের মধ্যে দেশে জ্বালানি তেলের দাম কমতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এছাড়া আগামী মাসের শেষ দিকে লোডশেডিং কমে আসার আশা করছেন তিনি।
রাজধানীর বিদ্যুৎ ভবনে এক সেমিনারে আজ এ কথা বলেন তিনি।
গত ৫ আগস্ট ভোক্তা পর্যায়ে রেকর্ড দাম বাড়ানো হয় ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের। এতে অস্থিরতা দেখা দেয় পরিবহন ও নিত্যপণ্যের বাজারে। এমন পরিস্থিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে এই সেমিনারের আয়োজন করে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ।
অনুষ্ঠানে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান, বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার।বৈশ্বিকভাবে জ্বালানি তেলের দাম আরো কমতে থাকলে দেশেও সমন্বয় করা হবে। এ জন্য দুমাস সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
আর গ্যাসের মতো জ্বালানি তেলের দাম বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে নির্ধারণ করার তাগিদ দেন বিশেষজ্ঞরা। পাশাপাশি তেলের দামে স্বচ্ছতা নিশ্চিতেরও পরামর্শ তাদের।
বিদ্যুতের চলমান লোডশেডিং আগামী মাসেই কমবে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
Leave a Reply