1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

পূত্র সন্তানের মা হলেন পরীমনি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ আগস্ট, ২০২২

মা হলেন হালের আলোচিত সমালোচিত নায়িকা পরীমনি।পুত্র সন্তানের বাবা-মা হলেন সময়ের আলোচিত তারকা জুটি শরিফুল রাজ ও পরীমনি। 

বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ‘রাজ্য’ নামের সন্তানের জন্ম দেন পরীমনি। খবরটি নিশ্চিত করেছেন ‘রাজ্য’র বাবা শরিফুল রাজ। সন্তান ও মা উভয়েই সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ বাবা হয়েছি। কত আনন্দ লাগছে এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা।

এরপরই এ দম্পতি জানান, পুত্র হলে তার নাম রাখবেন রাজ্য আর কন্যা হলে রাণী।

 

বুড়িগঙ্গা টিভি/অনলাইন ডেস্ক

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews