সড়ক পরিবহন কর্তৃপক্ষের নতুন ভাড়ার চার্ট আজ থেকে বাসে টাঙানোর নির্দেশনা থাকলেও, রাজধানীর অনেক বাসেই তা দেখা যাচ্ছে না। এ কারণে ভাড়া আদায়ের সময় বাকবিতন্ডায় জড়াচ্ছে যাত্রী ও চালক-সহকারীরা। এছাড়া অনেক বাসে চার্টে থাকা ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।
এদিকে, বাস ভাড়ায় অনিয়ম রোধে বিআরটিএ’র তদারকি টিমের কার্যক্রম পরিচালনার কথা থাকলেও রাজধানীর কোথাও তা চোখে পড়েনি।
সড়ক পরিবহন কর্তৃপক্ষের অনুমোদনের পর ভাড়া বেড়েছে রাজধানীর গণপরিবহনগুলোয়। তবে অনুমোদনের আগেই হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি ও চক্রাকার বাসের ভাড়া বাড়িয়েছে কর্তৃপক্ষ।
তারা জানান, রামপুরা থেকে এফডিসি পর্যন্ত চক্রাকার বাসের ভাড়া আগে ছিল ২০ টাকা। এই রুটে এখন রাখা হচ্ছে ২৫ টাকা। একই অবস্থা এফডিসি মোড় থেকে হ্যাপি হোমস, শ্যুটিং ক্লাব পর্যন্ত রুটে। চক্রাকার বাস সার্ভিসের নতুন ভাড়া আজ থেকে কার্যকরের নির্দেশনা থাকলেও সোমবার থেকেই বাড়তি ভাড়া রাখার অভিযোগ যাত্রীদের। একই অবস্থা ওয়াটার ট্যাক্সির ক্ষেত্রেও।
হাতিরঝিলের এফডিসি ঘাট থেকে গুলশান-১ এর গুদারাঘাট পর্যন্ত ভাড়া ছিল ৩০ টাকা। সোমবার থেকেই এই রুটে ভাড়া ৪০ টাকা রাখার অভিযোগ যাত্রীদের। নৈরাজ্য ঠেকাতে তাই বাসে ভাড়ার তালিকা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
Leave a Reply