1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন

কেরানীগঞ্জে তাজিয়া মিছিল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া আমিনপাড়া ইমানিয়া চিশতিয়া নিজামিয়া দরবার শরীফের উদ্যোগে দরবার শরীফ চত্বর থেকে পবিত্র আশুরা উপলক্ষে ৭ টি পিকআপ যোগে তাজিয়া মিছিল বের করা হয়।

আজ সকালে মিছিলটিতে দেড় শতাধিক ভক্ত ও অনুরাগী অংশ গ্রহন করে।

তাজিয়া মিছিলে নেতৃত্ব প্রদান করেন উক্ত দরবার শরীফের সভাপতি আনোয়ার আহমেদ শিবলী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দরবার শরীফের সাধারণ সম্পাদক ও খাদেম শফিকুল ইসলাম বাদল, উপদেষ্টা আরিফ দেওয়ান সহ ভক্তবৃন্দ।

তাজিয়া মিছিলটি চুনকুটিয়া আমিনপাড়া দরবার শরীফ চত্বর থেকে বের হয়ে কেরানীগঞ্জ মডেল থানার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্ট (প্রায় ৫০/৫৫ কিমি দূরত্ব) প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের আমিনপাড়া এলাকায় প্রায় ৫০ বছর পূর্বে মাওলা শাহ সুফি সদর উদ্দিন আহমেদ চিশতি (আঃ) উক্ত দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। ইতিপূর্বে ঐ দরবার শরীফের ভক্তবৃন্দগন প্রতি বছর ১০ই মহররম পুরান ঢাকার হুসনী দালালে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতেন। তবে বিগত ২০১৮ ও ২০১৯ সাল থেকে চুনকুটিয়া আমিনপাড়া দরবার শরীফের সভাপতি আনোয়ার আহমেদ শিবলীর নেতৃত্বে ৮ই মহররম কেরানীগঞ্জ মডেল থানায় এবং ১০ই মহরম দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় তাজিয়া মিছিল বের করা হয়। উল্লেখ্য যে, বিগত ২ বছর করোনা মহামারীর কারনে পবিত্র আশুরা উপলক্ষে কোন প্রকার অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়নি।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews