1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম আনোয়ার হোসেন (৫৫)। সে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার আলামিন গ্রামের আছিউল হকের ছেলে। তিনি ২০২০ সাল থেকে অস্ত্র মামলায় হাজতি হিসেবে কারা অন্তরীন ছিল।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১০টায় কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে স্থাপিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ চন্দ্র জানান, হাজতি আনোয়ার হোসেন নোয়াখালী কারাগারে আটক থাকা অবস্থায় অসুস্থ (পিএলআইডি উইথ এইচটিএন উইথ গ্যাস্ট্রোএনটেরেসিস) হলে উন্নত চিকিৎসার জন্য গত ৬জুলাই প্রথমে কুমিল্লা কারাগারে এবং পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ১৫ জুলাই তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দেয়া হয়েছিল। আজ (মঙ্গলবার) সকালে পুনরায় তিনি অসুস্থ বোধ করলে হাসপাতালে নেয়ার পথে রাস্তায় সে মারা যায়। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews