1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

“ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ডে” ভূষিত হলেন শেখ শাহ আলম

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২

“ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড” এ ভূষিত হলেন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার সন্তান শেখ শাহ আলম।

সমাজসেবায় অবদান রাখায় ভারতের কলকাতার একটি শিক্ষামূলক ও দাতব্য সংস্থা কর্তৃক ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ডে ভুষিত করেন।

শনিবার ২৩ জুলাই ২০২২ কলকাতার দমদম মিউনিসিপ্যালিটি অডিটোরিয়ামে ভারতের শিক্ষামূলক ও দাতব্য সংস্থা “অল ইন্ডিয়া মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অফ কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি” আয়োজিত ৫ দেশের মৈত্রী (ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান ও মালদ্বীপ) উৎসবে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সমাজসেবা ও উৎসবে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ দেশের ৫ গুণী ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।  এতে বাংলাদেশের পক্ষ থেকে সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদানের জন্য বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম মনোনীত করে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈকত মিত্র শেখ শাহ আলমের হাতে এ্যাওয়ার্ডটি তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলকাতা জর্জ কোর্টের প্রধান বিচারপতি ড. শ্যামল গুপ্ত ও বিধায়ক কাজী আব্দুর রহিম। ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ডে প্রদান করায় সংস্থা “অল ইন্ডিয়া মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অফ কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পুরস্কার পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে শেখ শাহ আলম বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের অর্জন। আমি কাজ করতে ভালবাসি। যে কোন পুরস্কার কাজের উৎসাহ বাড়ায়। সকলের ভালবাসা ও দোয়া নিয়ে আমি দেশের জন্য আরও ভাল কিছু কাজ করে যেতে চাই। আপনারা সকলে আমার পাশে থেকে উৎসাহিত করবেন আমি আমার চেষ্টা ও শ্রম দিয়ে মানুষের সেবা করে যেতে পারি।

উল্লেখ্য,শেখ শাহ আলম সিরাজগঞ্জের কৃতি সন্তান। তিনি বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া সে একাধারে বিশিষ্ট গীতিকার, সুরকার ও সমাজসেবক।

আপনি সংবাদটি শেয়ার করুন

4 responses to ““ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ডে” ভূষিত হলেন শেখ শাহ আলম”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews