1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা সম্পন্ন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

জাতীয় ঈদগাহে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। এর আগে মরদেহে গার্ড অব অনার দেয়া হয়। জানাজায় প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট ডিভিশনের বিচারপতিগণ, আইনজীবীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা অংশ নেন।

জানাজা শেষে শ্রদ্ধা জানান স্পিকারসহ অন্যান্যারা। এর আগে সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে এয়ার এমিরেটসের ফ্লাইটে নিউইয়র্ক থেকে ঢাকায় পৌঁছায় ফজলে রাব্বী মিয়ার মরদেহ। এসময় পরিবারের সদস্য, জাতীয় সংসদের প্রতিনিধি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন।

এদিকে ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা শেষে সুপ্রিম কোর্ট থেকে মরদেহ হেলিকপ্টারে করে নেয়া হবে তার নিজ জেলা গাইবান্ধায় । সেখানে ভরতখালী স্কুল মাঠে তার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টার দিকে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। ক্যান্সারে আক্রান্ত ডেপুটি স্পিকার নিউইয়র্কে দীর্ঘ ৯ মাস ধরে চিকিৎসাধীন ছিলেন।

গাইবান্ধা-৫ আসনের এই সংসদ সদস্য ১৯৪৬ সালের ১৫ এপ্রিল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ফয়জার রহমান এবং মাতার নাম হামিদুন নেছা।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ শুরু হলে ফজলে রাব্বী মিয়া মুক্তিযুদ্ধে যোগদান করেন। তিনি ১১নং সেক্টরে যুদ্ধ করেন। এছাড়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বৈশ্বিক জনমত গড়ে তুলতে তিনি কাজ করেছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews