1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে পৈত্রিক বসতবাড়ি দখল করার অভিযোগে প্রতিবাদ ও মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২

কেরানীগঞ্জে পৈত্রিক বসতবাড়ি দখল করার অভিযোগে প্রতিবাদে মানববন্ধন করেছে  ভুক্তভোগী পরিবার।
রবিবার দুপুরে কদমতলী গোলচত্বর এলাকায় ঘন্টাব্যাপী পরিবারের অর্ধ শতাধিক সদস্য এই মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণ করে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকার এই বাড়িতে দীর্ঘ ৫০ বছর যাবত আমরা বসবাস করছি, তাছাড়া আদালতে এই সম্পত্তির উপর একটি মামলা ছিল,সেই মামলায়ও আমরা রায় পেয়েছি। এর আগে কখনো এই বাড়ি দখল করতে কেউ আসেনি। রায় পাওয়ার পর মামলায় হেরে ইয়াসিন বাহিনীর জোরপূর্বক বাড়িঘর করার জন্য আমাদের ওপরে হামলা চালিয়েছে।

এ ঘটনায় বিষয় ভুক্তভোগী মোঃ শহিদুল জানান, আমাদের পরিবারের উপর হঠাৎ হামলা হয়। হামলায় আমাদের পরিবারের মহিলা পুরুষসহ একাধিক জনকে মারধর করেছে। এসময় আহত হয় রুনা বেগম,মন্টি বেগম,ওয়াসিম, সালমান,পায়েল বেগম,পলি বেগম, গুরুতর জখম হয়েছে। ইয়াসিনের লোকজন এবিষয়ে কোন বাড়াবাড়ি না করতে হুমকি প্রদান করেন। মারামারির বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি অভিযোগ দায়ের করেছি।

 

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইয়াসিন বলেন, ঘটনাটি সঠিক নয় আমি এবং আমার পরিবার এই জমির মূল মালিক আমাদের কাছে সকল কাগজপত্র রয়েছে। একটি মহল আমাদের জমিটি দখল করে রেখেছে। তাদের দখল ছাড়তে বলায় তারা নিজেরা মারামারির ঘটনা ঘটিয়ে আমার ওপর দোষ চালানোর চেষ্টা করছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজামান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

বুড়িগঙ্গাটিভি/মোঃ এরশাদ হোসেন

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews