বরিশালের উজিরপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ জন। বৃহস্পতিবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন শিকারপুরে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা মাইক্রোবাসের যাত্রী ও গাজীপুরের বাসিন্দা। তারা কুয়াকাটায় ঘুরতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, ঢাকা থেকে আসা মাইক্রোবাসটির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বিপরীত দিক আসা ঢাকাগামী মোল্লা পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসের এক যাত্রী।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে আরো চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
গুরুতর আহত ৫ জনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও পালিয়েছে চালক। একদিন আগে বুধবার বরিশালে বিআরটিসির বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ ৬ জন নিহত হয়।
Leave a Reply