ঢাকার কেরানীগঞ্জে ইয়াসিন (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
শনিবার সকালে উপজেলার শাক্তা ইউনিয়নের পুরান ভাড়ালিয়া চারতলা মসজিদ সংলগ্ন এলাকায় তার নিহতের নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে তার স্ত্রী মারা যাওয়ার সে মানসিক যন্ত্রণায় ভুগছিল। মানসিক যন্ত্রণা ও হতাশার কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের বাবা মো. ইসমাইল জানান, তার ছেলের স্ত্রীর মৃত্যুর পর থেকে ইয়াসিন হতাশায় ভুগছিলেন। গতকাল শুক্রবার রাত ১১টার সময় খাবার শেষে নিজ কক্ষেই শুয়ে পড়েন। আজ (শনিবার) ফজর নামাজের সময় তাকে নামাজের জন্য ডাকলে সে নামাজ পড়তে যায়নি। পরে সকাল ৮টার দিকে তার ঘরে গিয়ে ঝুলন্ত দেখতে পাই।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মো. আবু সালাম মিয়া জানান, কিছুদিন আগে তার স্ত্রী মারা যাওয়ায় পর থেকে সে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে এ কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করতে পারেন। ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply