সিঙ্গাপুরের উদ্দেশে মালদ্বীপ ছেড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। সেখান থেকে যাবেন সৌদিআরবের জেদ্দায়। নাম প্রকাশে অনিচ্ছুক মালদ্বীপ সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা এসোসিয়েট প্রেস।
শ্রীলঙ্কায় বিক্ষোভের মধ্যে দেশটির পার্লামেন্টের স্পিকার ইয়াপা আবেবর্ধনেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করার বিষয়ে সম্মত হয়েছেন সর্বদলীয় নেতারা। পরিস্থিতি সামাল দিতে কলম্বোতে ফের কারফিউ জারি করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় সংঘর্ষে অন্তত ৮০ জন আহত হয়েছেন। গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের নির্ধারিত সময় শেষ হয়েছে বুধবার। কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি তিনি।
এদিকে মালদ্বীপে গোতাবায়াকে আশ্রয় দেয়ায় দেশটির সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে সেখানকার জনগণ। এরপর সিঙ্গাপুরে যাওয়ার সিদ্ধান্ত নেন গোতাবায়া। তবে বুধবার যে ফ্লাইটে তার সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল, নিরাপত্তার কারণে সে ফ্লাইটে যেতে পারেননি তিনি, তার স্ত্রী এবং তার দুই নিরাপত্তাক্ষীরা। এখন সিঙ্গাপুরে যাওয়ার জন্য একটি ব্যক্তিগত উড়োজাহাজের জন্য আবেদন করেছেন গোতাবায়া।
অন্যদিকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে পদত্যাগের জন্য আহ্বান জানিয়েছে দেশটির সব রাজনৈতিক দল। ক্ষমতাসীন দল ও বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে পার্লামেন্টের স্পিকার ইয়াপা আবেবর্ধনেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করার বিষয়ে সম্মত হয়েছে। একইসাথে সরকার ও বিরোধী দলের কাছে গ্রহণযোগ্য এমন কোনো ব্যক্তিকেই প্রধানমন্ত্রীত্ব দিতে স্পিকারকে অনুরোধ জানিয়েছেন রনিল বিক্রমাসিংহে।
প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশজুড়ে ফের জোরালো বিক্ষোভ শুরু করেছে শ্রীলঙ্কার জনগন। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়, বাসভবন ভাংচুর এবং পার্লামেন্টের সামনে বিক্ষোভে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে।
দেশটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য যেকোনো পদক্ষেপ নেয়ার জন্য সামরিক বাহিনী ও পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে।
শ্রীলঙ্কার সাংবিধানিক কাঠামো অনুযায়ী শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এ ছাড়া নাগরিকদের প্রয়োজন ছাড়া শ্রীলঙ্কা ভ্রমণে না যাওয়ার জন্য আহ্বান করেছেন যুক্তরাজ্য, সিঙ্গাপুর এবং বাহরাইন সরকার ।
Leave a Reply