মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে মুক্তিযোদ্ধার পরিবারের চলাচলের পথ বন্ধ করে ঘর নির্মাণ করার সময় বাধা দিলে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়েছে প্রতিপক্ষ। এতে আহত হয়েছে মুক্তিযোদ্ধা পরিবারের ৩ সদস্য। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় দুপুরে মামলা হয়েছে। আজ বুধবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভুগী পরিবার ও থানা সুত্রে জানাগেছে, পৌর এলাকার পুর্বশিকার মঙ্গল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের বসত ঘড়ের সামনে পথ বন্ধ করে জোরপুর্বক একটি রান্না ঘর উত্তোলন করেন একেই গ্রামের আবদুল মান্নান। এ ঘর উত্তোলনে বাঁধা দেন মুক্তিযোদ্ধা মুজিবুরের ছেলে ইমান বেপারী। এতে ক্ষিপ্ত হয়ে আবদুল মান্নানের নেতৃত্বে মিজু বেপারী ও আরিফসহ কয়েকজন মিলে মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এতে আহত হন মুক্তিযোদ্ধার ছেলে ইমান বেপারী(৩৫), স্ত্রী হালিম বেগম(৬৫) ও মেয়ে রেবা খানম(৪০)। গুরুতর আহত ছেলে ইমানকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্ত্রী হালিমা বেগম ও মেয়ে রেবাকে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মুক্তিযোদ্ধাে পরিবারের পক্ষ থেকে ৫-৭ জনকে আসামি করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
আহত ইমান জানান,আমাদের চলাচলের পথ বন্ধ করে আবদুল মান্নান রান্না ঘর তুলতে গেলে আমরা বাধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে মান্নান ও তার লোকজন মিলে আমাদের উপর হামলা করেছে। আমরা তার বিচার চাই।
এ বিষয় অভিযুক্ত আবদুল মান্নানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে গেলে তার ব্যাবহৃত মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি শামীম হোসেন বলেন, মারামারির ঘটনায় অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামি ধরার সবরকম চেষ্টটা চালানো হচ্ছে।
Leave a Reply