বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর পোস্তগোলা ব্রিজের উপর যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইফুল ইসলাম জুয়েল (৪৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। জুযেলকে গুরুতর আহত অবস্থায় অবস্থায় উদ্ধার করে বেলা পৌনে ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুল ইসলাম জুয়েল মাগুরা সদর উপজেলার আজমপুর গ্রামের ওয়াজেদ মোল্লার ছেলে।বর্তমানে সে রাজধানীর মিরপুর ১ নম্বর সেকশনে বসবাস করতেন।
নিহতের ছোট ভাই সাজ্জাদ হোসেন মোল্লা জানান, জুয়েল মিরপুর এলাকায় থাকত ও সেখানে ঠিকাদারি করতো। স্ত্রী কানিজ ফাতেমা ও দুই মেয়ে গ্রামের বাড়িতে থাকেন।
সাজ্জাদ আরও জানান, তিনি নিজেও গ্রাম থেকে আজ (১২ জুলাই) সকালে রুপগঞ্জে শ্বশুর বাড়ি আসেন। সেখান থেকে কিছু খাবার নিয়ে খাবার জুয়েলকে দেয়ার জন্য পোস্তগোলা ব্রিজে যাচ্ছিল আর খাবার নেয়ার জন্য আগে থেকে জুয়েল পোস্তগোলা ব্রিজের উপর দাঁড়িয়ে ছিল। এ সময় গ্রীন লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন জুয়েল। পরে তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল নিয়ে গেলে সেখানে মারা যান তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ(পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
/ আহমেদ টিটু
Leave a Reply