ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর ফ্লাইওভার এর উপরে গরুবাহী পিকআপ দুর্ঘটনায় দুইজন নিহত এবং গরুর গাড়িতে থাকা অপর তিনজন আহত হয়েছেন।
নিহত ও আহতরা সবাই শরীয়তপুরের বাসিন্দা বলে জানা গেলেও তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় গাড়িতে থাকা তিনটি গরু মারাত্মক জখম হয়েছে।
শনিবার (৯ জুলাই) রাত সাড়ে দশটায় গরুবাহী পিকআপটি পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকার উদ্দেশ্যে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
তিনি আরো জানান, গরুবাহী গাড়িটিকে খুব সম্ভবত পিছন থেকে কোন গাড়ি ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। এসময় গরুর ট্রাকটি উল্টে গিয়ে ট্রাকে থাকা পাঁচ জনের মধ্যে দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছে বাকি তিনজনকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ( মিডফোর্ট) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে গাড়িটি কিভাবে দুর্ঘটনার কবলে পড়লো সেটি পরবর্তীতে সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যাবে। নিহত দুজনের লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিশেষ প্রতিনিধি/আহমেদ টিটু
Leave a Reply