ম.ম.হারুন অর রশিদ,মাদারীপুরঃ মাদারীপুরের রাজৈরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসিমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় সরকারের দেয়া এককালিন ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে চেক বিতরণ করেন রাজৈর উপজেলা চেয়ারম্যান রেজাউল করীম চৌধুরী শাহিন। উপজেলার ১৪ জন জটিল রোগে আক্রান্ত রোগীর প্রত্যেককে অনুদানের ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। অনুষ্ঠানের অন্যান্য’র মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার ফরহাদুল মেরাজ, উপজেলা সমাজ সেবা অফিসার মো. ফজলুল হক,স্থানীয় পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান মোল্লা। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply