ঢাকার কেরানীগঞ্জে ব্যাটারী চালিত অটোরিকশার চাপায় আসফিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার মডেল ধানাধীন রুহিতপুর-সোনাকান্দা রোডের দক্ষিণ ধর্মশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসফিয়ার বাবার নাম বিপ্লব।
এলাকাবাসী জানান, শিশু আসফিয়া বাড়ির পাশে রাস্তা পারাপারের সময় সোনাকান্দা থেকে রুহিতপুরগামী একটি দ্রুতগতির অটোরিকশা প্রথমে শিশুটিকে ধাক্কা দিলে সে পরে যায়, পরে অটোরিকশাটি শিশু আসফিয়ার বুকের উপর উঠে গেলে সে মারাত্মক ভাবে আহত হয়। স্বজনরা তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘাতক চালক অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু ছালাম মিয়া জানান, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, ঘাতক চালক ও অটোরিকশাটি আটকের চেষ্টা চলছে।
Leave a Reply