1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত,পুলিশ আহত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে দুবৃর্ত্তের ছুরিকাঘাতে মোঃ নাদিম (১৮) নামের এক কিশোরের চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। নিহত নাদিমের পিতার নাম নিজামুদ্দিন। সে খোলামোড়া আদর্শ স্কুলের পাশে পরিবারের সাথে ভাড়া বাসায় বসবাস করতো এবং নিউমার্কেটে একটি কাপড় দোকানের কর্মচারী ছিল।
গত মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খোলামোড়া আদর্শ স্কুলের সামনে ছুরিকাঘাতের পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে সে মারা যায়।
নিহতের বাবা নিজাম উদ্দিন জানান,দোকান ছুটির পর আমার ছেলে বাসায় ফেরার পথে দুবৃর্ত্তরা তাকে ছুরিকাঘাত করে। তার সাথে কারো কোন শত্রুতা ছিল না। কে বা কারা কি কারণে আমার ছেলেকে মেরেছে কিছুই বুঝতে পারছি না । আমি এই ঘটনায় সুষ্ঠু বিচার চাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি কেরানীগঞ্জ মডেল থানাকে অবগত করা হয়েছে।
এছাড়া মঙ্গলবার রাত ১১টার দিকে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল আবাসিক এলাকায় মাহবুব নামে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে মানিব্যাগ ও মোবাইলসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। বিষয়টি নিশ্চিত করে দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ জামান জানান, ছুরিকাঘাতে গুরুতর আহত পুলিশ সদস্য ঢাকাজেলা পুলিশ লাইন্সের ট্রাফিক ড্রাইভিং স্কুলে নায়েক পদে কর্মরত। বর্তমানে সে রাজারবাগ কেন্দ্রিয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এঘটনায় একটি মামলা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews