ধলেশ্বরী নদী থেকে ইটসহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া মাদ্রাসা পড়–য়া ছাত্রী শিশু জান্নাত(৬) দেওয়ান হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও তার মাদ্রাসার সহপাঠিরা।
সোমরার সকালে নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের নয়াকান্দা—মালিকান্দা সড়কে নিহত জান্নাতের স্বজন ও সহপাঠিরাসহ গ্রামের কয়েক শতাধিক মানুষ ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
এসময় আসামী ঝুমুর বেগমসহ হত্যায় জড়িতদের সকলের ফাঁসির দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল করে মানবন্ধনে অংশগ্রহণকারীরা। মানববন্ধনে অংশ নেয়া নিহতের চাচা রতন দেওয়ান বলেন, আমার নিষ্পাপ ভাতিজিকে যারা নির্মমভাবে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই। যাতে আর কোন মায়ের বুক খালি না হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ সিরাজুল ইসলাম শেখ জানান, প্রাথমিকভাবে শিশু জান্নাতের হত্যাকাণ্ডটি পরিকল্পিত হত্যা বলে মনে হচ্ছে। হত্যাকাণ্ডের আসল রহস্য ও জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। মামলার তদন্ত চলামান।
এর আগে গত ২ জুলাই (শনিবার) নানার বাড়িতে বেড়াতে এসে সকাল নয়টায় নিখোঁজ হয় শিশু জান্নাত। ওই দিন ১২ টায় বাড়ীর পাশের ধলেশ্বরী নদী থেকে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তায় শিশু জান্নাতের বস্তাবন্দি লাশ উদ্ধার করে। পরে স্থানীয় জনতা হত্যায় জড়িত ঝুমুর বেগম ও তার স্বামী শুকুরকে আটক করে পুলিশে সোপর্দ করে ।
Leave a Reply