তিনজনকে বাঁচাতে গিয়েই মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান দুই যুবক। পদ্মা সেতুর রাস্তা থেকে করা এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সে ফুটেজে এমনটি দেখা গেছে। নিহত দুই মোটরসাইকেল আরোহীর কোনো ভুল ছিলো না বলেও সামাজিক মাধ্যমে দাবি করছেন অনেকে।
সর্বসাধারণের জন্য পদ্মা সেতু চালুর প্রথম দিনে ঘটে মোটরসাইকেল দুর্ঘটনা। যাতে আলমগীর হোসেন ও ফজলু নামে দুই যুবক প্রাণ হারান।
নিহতদের ভিডিও ব্লগে মোটরসাইকেলের গতি ১শর বেশি দেখা যায়। পরে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে দুর্ঘটনা।
অনেকে বলছেন, বেপরোয়া গতিই দুই যুবকের মৃত্যুর প্রধান কারণ। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় দুর্ঘটনা স্থলে একটি সাদা মাইক্রেবাস রাখা। সেই মাইক্রোবাসের ডান পাশে তিন ব্যাক্তি রাস্তায় শুয়েছিলেন। যাদের একজনের পরণে ছিলো সাদা রঙের পঞ্চাবি ও মাথায় টুপি।
রাস্তায় শুয়ে থাকা ব্যাক্তিদের বাঁচানোর চেষ্টা করেন ফজলু ও আলমগীর। কিন্তু ডান পাশে পিকাপ ভ্যান থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে দুর্ঘটনা। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এ ঘটনার পরই পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেয় সরকার।
Leave a Reply