1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

পদ্মা সেতু দিয়ে যেভাবে পার করা যাবে মোটরসাইকেল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
ট্রাকে করে মোটরসাইকেল পারাপার

টিটু আহম্মেদ (বিশেষ প্রতিনিধি)ঃ পদ্মা সেতু চালু হওয়ার পর প্রথম দিনেই অতি উৎসাহী বাইকারদের কারণে ও প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার পর সাময়িকভাবে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এতে বিপাকে পড়েছে কয়েক হাজার মোটরসাইকেল চালকরা। গতকাল সোমবার অনেকেই পিকআপে করে মোটরসাইকেল নিয়ে সেতু পার হতে চাইলে বাধ সাধে সেতু সংশ্লিষ্টরা।

অনেকে আবার ফেরিতে করে পার হয়েছেন পদ্মা। তবে বিকেলের পর সেটিতেও কড়াকড়ি আরোপ করা হয়।মোটরসাইকেল চলাচলের জন্য বিকল্প পথ হিসেবে পাটুরিয়া এবং শরিয়তপুর ঘাট ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ। গতকালের মতো আজও সেতুতে পিকআপে করে মোটরসাইকেল পারাপারের চেষ্টা করলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এমতাবস্থায় সেতু দিয়ে মোটরসাইকেল পারাপারে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানায়, পদ্মা সেতু দিয়ে পণ্য হিসেবে পিকআপ কিংবা ট্রাকে করে মোটরসাইকেল পরিবহন করা যাবে। কিন্তু মোটরসাইকেলের মালিক সাথে যেতে পারবেন না। মঙ্গলবার (২৮ জুন) সকালে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ।  পিকআপে পণ্য হিসেবে মোটরসাইকেল বহন করা গেলেও সাথে যাত্রী থাকতে পারবে না।

তবে মোটরসাইকেল চালকদের অভিযোগ, পিকআপ ভ্যানে মোটরসাইকেল সংশ্লিষ্ট কাউকে সঙ্গে যেতে না দেওয়ায় চুরির ভয় রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews