আগামিকাল সোমবার থেকে পদ্মা সেতুতে নেমে ছবি তুললে জরিমানা করা হবে। একই সঙ্গে গাড়ি থামালে বা বাইকের গতিসীমা না মানলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা। রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সাধারণ মানুষ সেতুতে উঠে ছবি তুললে কিংবা পদ্মা সেতুর ওপরে বসলেই জরিমানা করা হবে। একই সঙ্গে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা না মানলে কিংবা গাড়ি থামিয়ে সেতুতে অবস্থান করলে নেয়া হবে কঠোর আইনি ব্যবস্থা।
এছাড়াও মোটরসাইকেল, বাস-ট্রাক ও গাড়ির জন্য নির্ধারিত লেন না মানলেও জরিমানা করার কথা জানান তিনি। জেলা প্রশাসনের নির্দেশে নির্বাহী ক্ষমতা বলে জাজিরা প্রান্ত পরিদর্শন করেন তিনি। প্রথম দিন হিসেবে আইন শিথিল থাকলেও কাল থেকেই কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে পদ্মা সেতুতে প্রথম দিনই নিয়ম ভাঙার হিড়িক দেখা গেছে। অনেকে পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে ছবি তুলেছেন। অনেককে আবার সেতুর উপর দাঁড়িয়ে টিকটক ভিডিও করতেও দেখা গেছে। এমনকি হেঁটে পার হতে দেখা গেছে অনেককে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক গণবিজ্ঞপ্তিতে নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষার্থে পদ্মা সেতু ব্যবহারকারীদের জন্য কিছু নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
নির্দেশনাগুলো হলো- পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার, পদ্মা সেতুর ওপর যে কোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে ছবি তোলা/হাঁটা সম্পূর্ণ নিষেধ। তিন চাকা বিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি, অটোরিকশা ইত্যাদি), পায়ে হেঁটে, সাইকেল বা নন-মোটরাইজড গাড়িযোগে সেতু পারাপার হওয়া যাবে না, গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং ৫.৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করা যাবে না, সেতুর ওপরে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না।
Leave a Reply