“ছাত্রলীগের হচ্ছে নেতৃত্ব গড়ার কারাখানা, এবং ছাত্রলীগ হলো সবচেয়ে শক্তিশালী সংগঠন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।”
২৪ জুন শুক্রবার বিকালে কেরানীগঞ্জের কোণ্ডার ব্রহ্মনগাঁও এলাকায় বাংলাদেশ ছাত্রলীগ কোন্ডা ইউনিয়ন শাখার বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের ২/১ জন নেতার কারণে এই সংগঠনের বদনাম হউক সেটা আমি চাই না।
পদ্মা সেতু শুধু সেতু না আবার বাঙালিদের ফিরে পাওয়া একটি সাহস, পদ্ম সেতু শুধু দক্ষিণ অঞ্চলের মানুষ উপকার হবে না তা সবচেয়ে বেশি লাভবান হবে কেরানীগঞ্জ।’
নসরুল হামিদ আরো বলেন, ‘অন্ধের মতো বিএনপি ও জামায়াতে কিছু লোক আছে অনলাইনে এসে বকাঝকা করে। এসব নেতারা নাকি উন্নয়ন দেখে না। পদ্ম সেতু বিশ্বের কাছে বাংলাদেশের গৌরব ফিরে দিয়েছে। বিএনপি জামাতের নেতার সিলেট ও সুনামগঞ্জের পাশে নেই। বিএনপি একটা অথর্ব জায়গায় পৌঁছে গেছে। দেশে যদি গণতন্ত্র না থাকলে তাহলে তারা মিডিয়ার সামনে কিভাবে কথা বলেন।বিএনপি গভীর ষড়যন্ত্র লিপ্ত হতে যাচ্ছে এতে কিছু বুদ্ধিজীবিও আছে।’
সম্মেলনে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদ, প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন, মুজাহিদুল ইসলাম মামুন।
বিশেষ অতিথির বক্তব্যে শাহীন আহমেদ বলেন, আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে বাংলাদেশের কোনো শক্তি নেই যে আওয়ামী লীগকে পরাজিত করবে। কেরানীগঞ্জ এমন কোনো স্থান নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। কেরানীগঞ্জের সকল জায়গায় প্রাইভেট গাড়ি নিয়ে যাওয়া যায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ছাত্রলীগকে ব্যবহার করে ক্ষমতায় এসেছে। ছাত্রলীগ হবে শিক্ষিত, ছাত্রলীগ কেরানীগঞ্জের ছাত্রলীগে কোনো প্রকার সন্ত্রাস ও মাদক সেবীদের স্থান হবে না।
ম ই মামুন বলেন, আগামী জাতীয় নির্বাচনে ছাত্রলীগের অগ্রনী ভূমিকা পালন করবে, গয়েশ্বর ও নিপুন রায় চৌধুরীরা।
কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃআল আমিন মাহমুদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী আসরারুল হাসান আসু,কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক।
অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি গাজী মাসুম বিল্লাল জুয়েল, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসীম আহমেদ নিরবসহ আরো অনেক।
Leave a Reply