সহায়তা নিয়ে প্রস্তুত ব্যবসায়ীরা
সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ নানা সংকটে মানবেতর জীবনযাপন করছেন। বন্যায় সবকিছু হারিয়ে অনেকেই এখন নিঃস্ব। পানিবন্দী মানুষ বাড়ি-ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন রাস্তায় কিংবা নিরাপদ কোনো আশ্রয়স্থলে। এসব বানভাসি মানুষদের পাশে দাঁড়াতে ছুটে যাচ্ছেন ঢাকার কেরানীগঞ্জের গার্মেন্টস ব্যবসায়ীরা।
বুধবার (২২ জুন) সন্ধ্যায় প্রায় ১১শত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সব প্রস্তুতি গ্রহণ করে সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা।
এ কার্যক্রমে সুনামগঞ্জসহ আশেপাশে অঞ্চলের বানভাসিদের পাশে দাঁড়াতে সম্মিলিতভাবে অর্থ সংগ্রহ করছে প্রস্তুতি কমিটির হলেন আলম মল মার্কেট কমিটির প্রথম তলার সভাপতি আলী হোসেন, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু, আলম মল মার্কেট কমিটির দ্বিতীয় তলার সভাপতি মোহাম্মদ সুমন, সাধারন সম্পাদকসাইফুল ইসলাম টুমেল, এস আর মল মার্কেট কমিটির প্রথম তলা
সভাপতি মো. আসলাম, সাধারন সম্পাদক মো. ইব্রাহিম, এস আর মল মার্কেট কমিটি দ্বিতীয় তলার সভাপতি মো. শাহ নেওয়াজ, সাধারন সম্পাদক মো. সাজু সহ আরো অনেকে।
Leave a Reply