1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:২৬ অপরাহ্ন

সিলেটে বন্যার পরিস্থিতির কারনে এসএসসি ও সমমানের পরীক্ষা বন্ধ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০২২
ছবিঃ সংগৃহীত

আগামী ১৯ জুন থেকে সারাদেশে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে। সিলেট জেলা প্রশাসনের সাথে শিক্ষামন্ত্রীর অনলাইন বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে, বন্যা পরিস্থিতি অবনতির কারণে নির্ধারিত সময়ে দুই জেলায় পরীক্ষা নেয়া সম্ভব হবে না বলে জানিয়েছিলেন জেলা প্রশাসকরা।

বন্যা কবলিত এই দুই জেলায় এবার এসএসসি পরীক্ষার্থী ৬৭ হাজার ৬০০ জন। এদের মধ্যে পানিবন্দী প্রায় অর্ধলক্ষ শিক্ষার্থী। ঘরবাড়িতে পানি ওঠায় এবং অনেক প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হওয়ায় পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়ে।

শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯ জুন ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোক এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।

এদিকে, বন্যার কারণে শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা আগামী ২৫ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সুনামগঞ্জ ও সিলেটের অন্তত ১৫ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে আটকে পড়াদের উদ্ধারে যাচ্ছে সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ রাস্তা তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি গেট।

সুনামগঞ্জে বন্যার ভয়াবহতা অতিতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় সকাল পর্যন্ত ১৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলের পানির উচ্চতায় তলিয়েছে সুনামগঞ্জ শহরের সবচাইতে উঁচু জায়গাগুলো। জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, ছাতক, দোয়ারাবাজার, জামালগঞ্জ, শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ সদরের ৫ শতাধিক গ্রামের ৫ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

সিলেট গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর ও সদর উপজেলার ১০ লাখ মানুষ এখন পানিবন্দী।

দুর্গতদের জন্য জেলা ও মহানগরীতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে প্রায় ১৩০টি। ফায়ার সার্ভিস, থানা, বিদ্যুৎকেন্দ্রসহ জরুরি পরিসেবা কেন্দ্রও বন্যার পানিতে তলিয়েছে।

এদিকে ভারী বৃষ্টিতে রংপুর, শেরপুর, নেত্রকোণা ও কুড়িগ্রামের নিচু এলাকা পানিতে তলিয়েছে।

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বন্যার কারণে ইতিমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় প্রায় ৩৬৭টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে ২৩০টি প্রাথমিক বিদ্যালয় ও ১৩৭টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, বোর্ডের অধীনে থাকা চার জেলায় এবার এসএসসি পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ১৬ হাজার ৪৭৩ জন। এর মধ্যে বন্যাকবলিত জেলা সিলেটে ৪৩ হাজার ৮৪৪ জন ও সুনামগঞ্জে ২৩ হাজার ৭৫২ জন পরীক্ষার্থী রয়েছে। ৪ জেলায় ১৪৯টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এর মধ্যে সিলেটে ৫৯টি ও সুনামগঞ্জে ৩৩টি পরীক্ষাকেন্দ্র আছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews