মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে ৪ দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৩ জুন) দুপুর ২টার দিকে মাদারীপুর পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ৪ জনকে ১ মাসের জেল ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
আটককৃতরা হলেন- সদর উপজেলার গোলাবাড়ী এলাকার হাফিজুর রহমানের ছেলে পারভেজ মোল্লা (২৮), সদর উপজেলার জজকোর্ট কুকরাইল এলাকার মৃত কাজেম বেপারীর ছেলে আব্দুল রব বেপারী (৬৬), সদর উপজেলার ব্রাহ্মণদী এলাকার নুরুল ইসলাম খানের ছেলে রাজু খান (২৮), কালকিনির রমজানপুর এলাকার ক্ষিরোদ সরকারের ছেলে নন্দ সরকার (৪৫)। এ সময় তাদের কাছ থেকে ৫টি পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারি স্লিপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরি করে দেয়ার নাম করে সাধারণ লোকজনের কাছ থেকে অধিক পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আতিকুর রহমান বলেন, মাদারীপুর পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা সেবা প্রত্যাশীরা দালালের হয়রানির শিকার হচ্ছে এবং এ অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে সরকার নির্ধারিত ফিয়ের চাইতে বেশি নিচ্ছিল- এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। অভিযানে আমরা বেশকিছু দালালকে আটক করি এবং জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দালালদের শাস্তি দেয়ায় জন্য অনুরোধ জানালে তারা এসে আটককৃত ৫ দালালকে শাস্তি দেন। আমরা অফিস কর্মকর্তাকে সাবধান করে দিয়েছি, তাদের অফিসের কোনো কর্মচারী যেন দালালের সাথে যোগসাজশ করে সেবা না দেয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার রাব্বি বলেন, মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সরকারি পাসপোর্ট প্রদানে কিছু লোক বাধা প্রদান করছিল- এমন অভিযোগের ভিত্তিতে আমরা মাদারীপুর জেলা প্রশাসকের নির্দেশে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি কাজে বাধা প্রদান করায় ৪ জনকে ১ মাসের জেল ও ৫০০ টাকা করে জরিমানা করি।
Leave a Reply