ঢাকার কেরানীগঞ্জে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ফাউন্ডেশনের প্রার্থনালয় ও সৎসঙ্গ ভবন উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নের বনগ্রাম এলাকায় সৎসঙ্গ ভবন উদ্বোধন করেন শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের পৌত্র সৎসঙ্গের অধ্যক্ষ শ্রীবিদ্যুৎরঞ্জন চক্রবর্ত্তী।
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি বৃতেন্দ্রকুমার মালাকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পার্থসারথী চক্রবর্ত্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন শ্রীশ্রীঠাকুর পৌত্র পূজনীয় ড. শ্রীবুদ্ধদেব চক্রবর্ত্তী, শ্রীশ্রীঠাকুর পৌত্র পূজনীয় শ্রীবিনায়ক চক্রবর্ত্তী, প্র-পৌত্র পূজনীয় শ্রীবৌধায়ন চক্রবর্ত্তী। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ফাউন্ডেশনের কক্সবাজার জেলা শাখার প্রচার সম্পাদক বলরাম দাস ।
এসময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক পার্থসারথী চক্রবর্ত্তী বলেন, “বাঁচতে নরের যা যা লাগে, তা নিয়েই তো ধর্ম জাগে” প্রতিপাদ্যে মানবসেবার ব্রত নিয়ে আজকে আমরা এই ভবনের উদ্বোধন করলাম। তিনি আরও বলেন, এটি কোন মন্দির নয়, এটি একটি সেবাশ্রম। এই সেবাশ্রমে সব ধর্মের মানুষের জন্য চিকিৎসা সেবার পাশাপাশি অন্যান্য সেবা দেয়া হবে। এ উপলক্ষে শুক্রবার সকালে একটি সম্প্রীতি শোভাযাত্রা বের করা হয়। শত শত ভক্তরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
বা/প্রে/মো. লিটন খান
Leave a Reply