1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:২০ অপরাহ্ন

আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে জাতিসংঘে বাংলাদেশি নাগরিক রাবাব ফাতিমা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২
ছবিঃসংগৃহীত

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমাকে উচ্চ প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র দ্বীপ দেশগুলোর হাই রিপ্রেজেন্টিটিভ হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে জাতিসংঘ।

তিনি ইউএন-ওএইচআরএলএলএসের জ্যেষ্ঠ প্রতিনিধি জ্যামাইকার কোর্টেনে র‍্যাটরের স্থলাভিষিক্ত হয়েছেন। রাবাব ফাতিমা বর্তমানে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করছেন। আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে জাতিসংঘের কাঠামোতে তিনিই হবেন সর্বোচ্চ পদাধিকারী বাংলাদেশি নাগরিক।

আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব নেয়ার আগে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব থেকে বিদায় নেবেন রাবাব ফাতিমা। নিউইয়র্কে ওই দায়িত্বে নতুন কে আসছেন, তা এখনো জানায়নি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগের আগে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন রাবাব ফাতিমা। এর আগে ২০১৫ ও ২০১৬ সালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ছিলেন তিনি। তিনি কলকাতা, জেনেভা এবং বেইজিংয়েও দায়িত্ব পালন করেন।

লন্ডনে কমনওয়েলথ্ সচিবালয়ে মানবাধিকার বিভাগের প্রধান; আন্তর্জাতিক অভিবাসন সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক প্রতিনিধি এবং একই সংস্থার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার জলবায়ু পরিবর্তন ও অভিবাসন বিষয়ক আঞ্চলিক উপদেষ্টা হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরা থেকে সামাজিক বিজ্ঞানে স্নাতকের পর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের টাফটস ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ১৯৮৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন রাবার ফাতিমা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews