তিনদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারশী নদীর পানি বেড়ে শেরপুরের দুই উপজেলার ৪০ গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে দেড় শতাধিক মাছের পুকুর।
বৃহস্পতিবার সকাল থেকে মহারশী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার সদর বাজার, উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। ঝিনাইগাতী উপজেলার নিম্নাঞ্চলের ৩০ গ্রাম প্লাবিত হয়েছে। পানি বন্দী রয়েছে সেখানের অন্তত ১০ হাজার মানুষ।
এদিকে নালিতাবাড়ি উপজেলার চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় অন্তত ১০ গ্রামের নিম্নাঞ্চল তলিয়েছে। একইসাথে কলসপাড় ও যোগানিয়া ইউনিয়নে পানি প্রবেশ করতে শুরু করেছে।
এদিকে প্লাবিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার আশ্বাস এবং বাঁধ পুনর্নির্মাণের কথা জানিয়েছে প্রশাসন।
Leave a Reply