1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:২৫ অপরাহ্ন

একদিনে ডাকাতি মামলার ১জন ও ওয়ারেন্টভুক্ত ১৪ আসামিসহ মোট ১৫আসামিকে গ্রেপ্তার করে চমক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২
গাজাসহ গ্রেপ্তার তিন ডাকাতি মামলার আসামি জুয়েল। ইনসেটে এএসআই হেমায়েত (উপরে)

৩ ডাকাতি মামলার ১জন ও ওয়ারেন্টভুক্ত ১৪ আসামিসহ মোট ১৫আসামিকে একদিনে গ্রেপ্তার করে চমক দিলেন এ এসআই হেমায়েত উদ্দিন পিপিএম। কেরানীগঞ্জ মডেল থানায় কর্মরত থেকে সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে  একেরপর এক সফলতা অর্জন করেছেন তিনি।

ইতোমধ্যে একদিনে ওয়ারেন্টভুক্ত ১৪ আসামি ও তিনটি ডাকাতি মামলার আসামি মোঃ জুয়েল মৃধাকে ৫০০গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে কেরানীগঞ্জ মডেল থানার সুনাম বৃদ্ধি করেছেন।

গত ৬জুন কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে মোট ১৫ আসামিকে গ্রেপ্তার করেন। এসময় এএসআই মোঃ হেমায়েত উদ্দিন (পিপিএম) এর নেতৃত্বে এএসআই মোস্তাক আহমেদ, এএসআই ফয়সাল মুরাদ, এএসআই সোহরাব ও এসআই আল আমিন সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকসদল অভিযানে অংশ নেয়।  গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলো – মোঃ রফিকুল ইসলাম রনি (২৫), সিফাত ঢালী(২৬), আশিকুর রহমান মোল্লা(২৫), মোঃ আলিফ(২৬), মোঃ আশিক হোসেন, সৌরভ সরকার, মোঃ রবিন হোসেন, রাসেল ফকির, আলী আকবর, আক্তার হোসেন হীরা (৪৫), নাবিদ হোসেন, মোঃ আলামিন, মোঃ সিয়াম (২০), রনি (২০)।

এমন কাজের জন্য এএসআই হেমায়েত উদ্দিন ৫ বার জেলার শ্রেষ্ঠ পুলিশের এএসআই হিসেবে ভূষিত হয়েছেন। সবশেষ চলতি বছরের গত এপ্রিল মাসে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার (বিপিএম সেবা,পিপিএম) এর হাত থেকে শ্রেষ্ঠ এএসআই এর পুরস্কার গ্রহন করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews