দুই দিনের জন্য ঢাকা এসেছে ফিফা বিশ্বকাপ ট্রফি। হযরত শাহজালাল বিমানবন্দরে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন ট্রফির সঙ্গে আসা ফিফা প্রতিনিধিদের স্বাগত জানান।
২০২২ কাতার বিশ্বকাপকে সামনে রেখে এবার মোট ৫৩টি দেশে ভ্রমণের কথা রয়েছে। তারই অংশ হিসাবে বুধবার সকাল ১১টার পরপর বাংলাদেশে আসে সোনালি ট্রফিটি। পৌঁছানোর পর নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছুক্ষন পর চাটার্ড বিমান থেকে নামানো হয় ট্রফি।
বাফুফে সভাপতিসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ফিফা প্রতিনিধিরা। তারপর আসে ট্রফি উন্মোচনের সেই ক্ষন। ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ক্রিশ্চিয়ান কারেম্বু সবার সামনে তুলে ধরেন কাতার বিশ্বকাপ ফুটবলের ট্রফি।
আজ প্রথম দিনে ট্রফি যাবে বঙ্গভবণ ও গনভবণে। দ্বিতীয় দিনে সাধারণ মানুষ দেখার সুযোগ পাবে বিশ্বকাপ শিরোপা। এরপর সন্ধ্যায় আর্মি স্টেডিয়ামে কোক স্টুডিও কনসার্টের সময়ও মাঠে থাকবে বিশ্বকাপ ট্রফি।
কাতার বিশ্বকাপ সামনে রেখে গত ১২ মে দুবাই থেকে কোকাকোলার আয়োজনে বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণের শুরু। ৫৬টি দেশ ঘোরার পথে ফিফা বিশ্বকাপের অন্যতম পৃষ্ঠপোষক কোকাকোলার উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহায়তায় আজ বাংলাদেশে এসেছে ট্রফিটি।
Leave a Reply